রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বক্স অফিস দখলে নিল ‘দৃশ্যম ২’

news-image

অনলাইন ডেস্ক : বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দৃশ্যম ২’। মুক্তির প্রথম দিনেই দখলে নিয়েছে বক্স অফিস। এতে অভিনয় করেছেন বলিউট সুপারস্টার অজয় দেবগন। বেশ জমকালো শুরু করেছে সিনেমাটি। প্রথম দিনে ভারতে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে ‘দৃশ্যম ২’।

বাণিজ্য বিশ্লেষকদের মতে, সপ্তাহ শেষে যদি সিনেমাটি দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে তবে ব্রহ্মাস্ত্রের পরে হিন্দি সিনেমা হিসেবে সাপ্তাহিক শুরুর ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ হবে এটি।

মূলত ২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই রিমেক তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সে সময়ে ও রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন গোটা দেশের দর্শক। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ।

মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল মুক্তি পেল। পরিচালনা করেছেন অভিষেক পাঠক। মোহমলালের ছবি দেখে ফেলেছেন বলে যদি অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ না দেখেন, তা হলে বড় ‘মিস্‌’ করবেন।

প্রথম দিনের ভাল সংগ্রহের সাথে সিনেমাটির দ্বিতীয় দিনের অগ্রগতিও বেশ শক্তিশালী। ধারণা করা হচ্ছে, সিনেমাটি দ্বিতীয় দিনে সহজেই প্রায় ২০ কোটি রুপি সংগ্রহ করতে পারবে। দর্শকপ্রিয় সঙ্গীত ও বিগ বাজেটের না হওয়া সত্ত্বেও সিনেমাটি বেশ সাড়া ফেলেছে এর চমৎকার গল্পের কারণে। বাণিজ্য বিশ্লেষকদের মতে সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়ে প্রায় ৫ মিলিয়ন ডলার আয় করতে পারে।

এর আগে বাণিজ্য বিশ্লেষকরা ভারতীয় একটি গণমাধ্যমকে বলেছিলেন যে, সিনেমাটি প্রথম তিন দিনে প্রায় ৪৫-৫০ কোটি টাকা সংগ্রহ করবে।

 

এ জাতীয় আরও খবর