বুধবার, ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে তৃতীয় দফা অনশনে প্রেমিকা, আত্মহত্যার চেষ্টা

news-image

বরিশাল ব্যুরো : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তৃতীয় দফায় অনশন করা প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। এ সময় প্রতিবেশীরা জানতে পেরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। গতকাল বুধবার রাতে বরিশালের গৌরনদী মডেল থানার চরগাধাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার কলেজছাত্রী বলেন, ‘গত ছয়মাস আগে সঞ্জয় দত্তের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পড়িয়ে সঞ্জয় আমাকে বিয়ে করেন। পরে ঘটনাটি জানাজানি হলে সঞ্জয় আমাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় আমাকে নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অনেক নাটক শুরু করেছেন। তারা বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য সঞ্জয়ের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা বিয়ের জন্য সময় চেয়ে উভয় পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মুচলেকার সময় পার হওয়ার পরও সঞ্জয়ের পরিবার থেকে বিয়ের আয়োজন না করায় আমি তৃতীয় দফায় গতকাল সন্ধ্যায় সঞ্জয়ের বাড়িতে আসি। এ সময় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে উপায় না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু প্রতিবেশীদের কারণে তা করতে পারি নাই।’

এ ঘটনায় আত্মগোপনে থাকা সঞ্জয় দত্ত বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে আমার সঙ্গে তার কথা হতো। তবে বিয়ের অভিযোগ সত্য নয়। স্ত্রীর দাবি নিয়ে আমাকে ও আমার পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে সে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই কলেজছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু লিখিত অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

১৩ বছর সহ্য করেছি, আর ১৩ মিনিটও অপেক্ষা নয়: জামায়াত আমির

ইউক্রেন যু্দ্ধ নিয়ে আলোচনা, প্রতিনিধি দল নিয়োগ দেবে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন

ভাইরাল পোস্টার, ২৭ ফেব্রুয়ারি আসছে বড় চমক

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

উত্তরায় দম্পতিকে সরাসরি কোপ দেওয়া যুবক গ্রেফতার

কুয়েটে শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

দীন মোহাম্মদের নিয়োগ বাতিল, নতুন পরিচালক কাজী গিয়াস উদ্দিন

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেবে না বিএনপি: ফখরুল

সিনিয়র সচিবের মর্যাদা পেলেন শফিকুল আলম

পিএসসিতে ৭ সদস্য নিয়োগ

নতুন ছাত্রসংগঠন আসছে ২০ ফেব্রুয়ারি, কারা থাকছেন নেতৃত্বে