শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিকের বাড়িতে তৃতীয় দফা অনশনে প্রেমিকা, আত্মহত্যার চেষ্টা

news-image

বরিশাল ব্যুরো : বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তৃতীয় দফায় অনশন করা প্রেমিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে জানা গেছে। এ সময় প্রতিবেশীরা জানতে পেরে ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। গতকাল বুধবার রাতে বরিশালের গৌরনদী মডেল থানার চরগাধাতলী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতারণার শিকার কলেজছাত্রী বলেন, ‘গত ছয়মাস আগে সঞ্জয় দত্তের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পড়িয়ে সঞ্জয় আমাকে বিয়ে করেন। পরে ঘটনাটি জানাজানি হলে সঞ্জয় আমাকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করেন। এ ঘটনায় আমাকে নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অনেক নাটক শুরু করেছেন। তারা বিষয়টি ধামাচাঁপা দেওয়ার জন্য সঞ্জয়ের পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। পরে তারা বিয়ের জন্য সময় চেয়ে উভয় পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে আমাকে বাবার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মুচলেকার সময় পার হওয়ার পরও সঞ্জয়ের পরিবার থেকে বিয়ের আয়োজন না করায় আমি তৃতীয় দফায় গতকাল সন্ধ্যায় সঞ্জয়ের বাড়িতে আসি। এ সময় ওই পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে উপায় না পেয়ে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করি। কিন্তু প্রতিবেশীদের কারণে তা করতে পারি নাই।’

এ ঘটনায় আত্মগোপনে থাকা সঞ্জয় দত্ত বলেন, ‘ফেসবুকের মাধ্যমে ওই কলেজছাত্রীর সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে আমার সঙ্গে তার কথা হতো। তবে বিয়ের অভিযোগ সত্য নয়। স্ত্রীর দাবি নিয়ে আমাকে ও আমার পরিবারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে সে।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন জানান, ওই কলেজছাত্রীকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। কিন্তু লিখিত অভিযোগ দিতে অপরাগতা প্রকাশ করায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী