রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খেরসনে রাশিয়া যুদ্ধাপরাধ করেছে, দাবি জেলেনস্কির

news-image

অনলাইন ডেস্ক : খেরসনে রুশ সৈন্যরা বেসামরিক লোকজনকে হত্যা ও যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

গত সপ্তাহেই শহরটি পুনর্দখলে নেয় ইউক্রেন।

‘তদন্তকারীরা ইতিমধ্যে ৪০০টিরও বেশি রাশিয়ানদের যুদ্ধাপরাধ নথিবদ্ধ করেছেন। বেসামরিক লোক ও সেনা সদস্যদের মৃতদেহ পাওয়া গেছে’

জেলেনস্কি রবিবার রাতে তার নিয়মিত ভাষণে এ কথা বলেন। তবে মৃতদেহগুলো কোথায় পাওয়া গেছে সেটি তিনি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘রুশ সৈন্যরা দেশটির অন্যান্য অঞ্চলে যে ধরনের বর্বরতা চালিয়েছে এখানেও তাই করেছে।

তবে আলজাজিরা তাৎক্ষণিকভাবে জেলেনস্কির অভিযোগ যাচাই করতে পারেনি। ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সারাদেশে বেশ কয়েকটি জায়গায় গণকবর মিলেছে। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছেই উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চল এবং বুচায় বেসামরিক লোকজনকে অত্যাচারের প্রমাণ পাওয়া গেছে।

ইউক্রেন এই অপরাধের জন্য রুশ সৈন্যদের অভিযুক্ত করেছে।

 

এ জাতীয় আরও খবর