বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষে সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : সম্মেলনের প্রথম অধিবেশন চলাকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার কর্মীদের সঙ্গে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লাা মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ওই সম্মেলনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা কর্মীদের নিয়ে সম্মেলনস্থলে অসলে গেটে যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ তাকে বলেন যাদের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড নেই তারা ভেতরে যেতে পারবে না। এ সময় তিনি সীমা ভেতরে যেতে পারবেন বলে জানান।

তখন সীমার নেতৃত্বে তার অনুসারীরা জোরপূর্বক সম্মেলনস্থল টাউন হল মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সহিদের অনুসারীরা তাদের বাধা দিলে এমপি সীমার অনুসারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইট-পাটকেল নিক্ষেপ করেন দু’পক্ষের নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা কর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ সদস্যরা দ্র“ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার কর্মীদের নিয়ে জোর করে প্রবেশ করতে চাইলে আমরা যাদের দাওয়াত নেই, কাউন্সিলর বা ডেলিগেট কার্ড নেই তাদের বাধা দিই, তখনই তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।

এমপি সীমার এক অনুসারী বলেন, এ বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতাদের জানালে নেতৃবৃন্দ বলেন, তোমাদের যেই প্রত্যাশা সেটার প্রতিফলন কমিটিতে থাকবে। তোমাদের নিয়েই কমিটি করা হবে। পরে কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে আসি।

কুমিল্লাা কোতোয়ালী মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

এ জাতীয় আরও খবর

নতুন ট্রেন্ড ‘মাউথ টেপিং’ কি জেনে-বুঝে করছেন?

৬০০ বছর আগের বিলুপ্ত মোয়া পাখির পুনরুত্থান সম্ভব?

ভুটানকে হারালো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া

শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট বিক্রি

মৌলিক সংস্কারে বাধা সৃষ্টি করছে বিএনপি : এনসিপি

বদলির আদেশ ছিঁড়ে ফেলায় এনবিআরের ১৪ কর্মকর্তা বরখাস্ত

সংবিধানে জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

সৌদি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

আমাদের লড়াই শেষ হবে সংসদে গিয়ে: হাসনাত

‘বিচ্ছেদ’র কথায় মেহজাবীন বললেন অপেক্ষায় থাকতে

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃত্যু