মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় আওয়ামী লীগের সম্মেলনে দু’পক্ষে সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : সম্মেলনের প্রথম অধিবেশন চলাকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার কর্মীদের সঙ্গে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লাা মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য চলাকালে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে ওই সম্মেলনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা কর্মীদের নিয়ে সম্মেলনস্থলে অসলে গেটে যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ তাকে বলেন যাদের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড নেই তারা ভেতরে যেতে পারবে না। এ সময় তিনি সীমা ভেতরে যেতে পারবেন বলে জানান।

তখন সীমার নেতৃত্বে তার অনুসারীরা জোরপূর্বক সম্মেলনস্থল টাউন হল মাঠে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সহিদের অনুসারীরা তাদের বাধা দিলে এমপি সীমার অনুসারীরা ইট-পাটকেল ছুড়তে থাকে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। ইট-পাটকেল নিক্ষেপ করেন দু’পক্ষের নেতাকর্মীরা।

এ সময় সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা কর্মীরা হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ সদস্যরা দ্র“ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলন চলছিল। সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার কর্মীদের নিয়ে জোর করে প্রবেশ করতে চাইলে আমরা যাদের দাওয়াত নেই, কাউন্সিলর বা ডেলিগেট কার্ড নেই তাদের বাধা দিই, তখনই তার লোকজন আমাদের ওপর হামলা চালায়।

এমপি সীমার এক অনুসারী বলেন, এ বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতাদের জানালে নেতৃবৃন্দ বলেন, তোমাদের যেই প্রত্যাশা সেটার প্রতিফলন কমিটিতে থাকবে। তোমাদের নিয়েই কমিটি করা হবে। পরে কেন্দ্রীয় নেতাদের প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে আসি।

কুমিল্লাা কোতোয়ালী মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

এ জাতীয় আরও খবর

সেতু যেন মরণফাঁদ!

বাংলাদেশি-ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বাড়ছে

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় হার দেখল বাংলাদেশ

নানাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী

নজরদারিতে থাকবে এনআইডি সেবাগ্রহীতারা

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ৫

স্ত্রীসহ সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

গাড়ির পেছনে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত

তিস্তার এক ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ: মির্জা ফখরুল

আমরা আর কোনো দিন গুমের রাজ্যে ফিরে যেতে চাই না: মামুনুল হক

সংস্কার না হলে দায় রাজনীতিবিদ ও আমাদের নিতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

নতুন দলে নাহিদ ইসলামের যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়