শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার ভয় পেয়ে আদালতকে ব্যবহার করছে: মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (২ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘পরিবহন ধর্মঘটসহ সরকার ও আওয়ামী লীগের প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমাদের দলের বিএনপির বিভাগীয় সমাবেশগুলোতে জনতার ঢল নামছে। এসব দেখে সরকার ভয় পেয়ে আদালতকে ব্যবহার করে তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করিয়েছে। এসব করে কোনো লাভ হবে না। সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

মোশাররফ বলেন, ‘দিনেরাতে দফায় দফায় লোডশেডিং, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরীব মানুষ খেতে পারছে না। দেশের জনগণ অবৈধভাবে ক্ষমতা দখলে রাখা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এ অবস্থায় ভোটচুরি করে জনগণের ভোটাধিকার হরণ করে আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু দেশের জনগণ আর সে সুযোগ সরকারকে দেবে না।’

তিনি বলেন, ‘২০১৪ সালে একতরফা ও প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার। ২০১৮ সালে রাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখলে রাখে। আবার আগামীতে জোর করে ক্ষমতায় থাকার জন্য মানুষের ভোটাধিকার হরণ করার পরিকল্পনা করছে। দেশের মানুষের ভোটাধিকার, মানবাধিকার হরণ এবং গণতন্ত্র হত্যার জন্য সরকার আজকে দেশে-বিদেশে ধিকৃত। আজকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে লাখো মামলা করেছে। প্রায় ৩৫ লাখ নেতাকর্মীকে আসামি করেছে। এত কিছুর পরও বিএনপিকে দুর্বল করতে পারেনি। তার প্রমাণ আমাদের বিভাগীয় সমাবেশগুলোতে মানুষের ঢল।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ‘অবিলম্বে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে তার অধীনে নির্বাচন হতে হবে। যে নির্বাচনে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে। সরকার নিজের থেকে সরে না গেলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর