শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অপহরণের ৫ মাস পর স্কুলছাত্রী উদ্ধার

news-image

নাটোর প্রতিনিধি : নাটোরের হালসা এলাকা থেকে অপহরণের ৫ মাস পরে স্কুলছাত্রী উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গতকাল বুধবার দুপুরে সিংড়া থানার চামারী বাজার থেকে জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব।

অপহরণকারী জাহিদ (২৩) সিংড়া থানার সূর্যপাড়া গ্রামের বাসিন্দা।

আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

তিনি আরও জানান, জাহিদ হোসেন দীর্ঘদিন থেকে সদর উপজেলার হালসা এলাকার তৈয়ব আলীর নাতনীকে উত্যক্ত করছিলেন। নিষেধ করায় চলতি বছরের ২৮ মে সন্ধ্যায় জাহিদ তৈয়ব আলীর নাতনীকে তার বাড়ির সামনে থেকে অপহরণ করেন।

পরে তৈয়ব আলী ১ জুন সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জাহিদকে প্রধান করে একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ জাহিদের পিতা শহিদুলকে গ্রেপ্তার করে। এর ৫ মাস পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বুধবার দুপুরে সিংড়া থানার চামারী বাজার থেকে জাহিদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

এ জাতীয় আরও খবর