সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবি: সাংবাদিক নির্যাতনে ১১ ছাত্রলীগ কর্মীর শাস্তি

news-image

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিক নির্যাতনের ঘটনায় ১১ ছাত্রকে শাস্তি দিয়েছে প্রশাসন। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শাস্তিপ্রাপ্তরা সবাই ছাত্রলীগের কর্মী।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্তদের মধ্যে নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের মো. আসাদুল হককে ছয় মাস বহিষ্কার ও পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

বাকিদের স্থগিত বহিষ্কৃত ও দু হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

স্থগিত বহিষ্কৃতরা হলেন- নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের আরিফুজ্জামান সেজান, একই বিভাগের ৪৭তম ব্যাচের রায়হান হাবীব, আইন ও বিচার বিভাগের ৪৭তম ব্যাচের মোহাম্মদ মাসুম বিল্লাহ, অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের মির্জা শাহনূর উল হক, দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের মীর হাসিবুল হাসান, প্রাণিবিদ্যা বিভাগের ৪৭তম ব্যাচের মুনতাসির আহম্মেদ, রসায়ন বিভাগের ৪৮তম ব্যাচের জাহিদ নজরুল, বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের ইমরান বশর, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের জায়েদ-বিন-মেহেদী, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের নাফিস হোসেন।

ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘স্থগিত বহিষ্কৃত শিক্ষার্থীরা যদি ছয়মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ে অন্য কোনো অপরাধ করে তাহলে প্রক্টরিয়াল বডি ঘটনার সত্যতা যাচাই সাপেক্ষে তাৎক্ষণিক বহিষ্কার করতে পারবে। এ জন্য শৃঙ্খলা কমিটি ও সিন্ডিকেটের সুপারিশের প্রয়োজন পড়বে না।’

প্রক্টর কার্যালয় সূত্র জানায়, গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর হলের অতিথি কক্ষে ডেকে একটি অনলাইন পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-আমিন হোসাইনকে শারীরিকভাবে নির্যাতন করেন ওই হলের ছাত্রলীগের কয়েক কর্মী। ওই দিন রাতেই ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ ঘটনায় জড়িত আটজনকে অবাঞ্ছিত ঘোষণা করে সংগঠনটি। পরদিন (৩ আগস্ট) ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করে সংশ্লিষ্ট হল প্রশাসন।

গত ২১ আগস্ট তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের কাছে প্রতিবেদন জমা দেয়। গত ১ সেপ্টেম্বর শৃঙ্খলা কমিটির সভায় ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির তদন্তের প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?