শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবুলে স্কুলে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত অন্তত ১৯

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে এ হামলায় আরও ২৭ জন আহত হয়েছে।

আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরানের মতে, পশ্চিম কাবুলের দাশত-ই-বার্চি পাড়ায় এ ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হয়েছে। এ এলাকাটি সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত। তারা শিয়া-মুসলিম।

তিনি বলেন, শিক্ষার্থীরা যখন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন এই হামলার ঘটনা ঘটে। এ সময় ১৯ জন শহীদ হয়েছেন ও ২৭ জন আহত হয়েছেন।

অনলাইনে পোস্ট করা ভিডিও এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় আহতদের ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

হামলার পেছনে কে বা কারা থাকতে পারে সেটি উল্লেখ না করে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা শত্রুর অমানবিক নিষ্ঠুরতা এবং নৈতিক মানদণ্ডের অভাবকে প্রমাণ করে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় ২৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে ক্ষমতাসীন তালেবানের একটি সূত্র জানিয়েছে, হামলায় ৩৩ জন নিহত হয়েছেন এবং নিহতদের মধ্যে ছাত্রীরাও রয়েছে।

স্থানীয় বাসিন্দা গোলাম সাদিক জানান, তিনি বাড়িতেই ছিলেন এবং হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান। পরে শিক্ষাকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি এবং প্রতিবেশীরা সাহায্য করতে ছুটে যান।

তিনি বলেন, আমি এবং আমার বন্ধুরা বিস্ফোরণস্থল থেকে ১৫ জন আহত ও ৯টি মৃতদেহ নিয়ে যেতে সক্ষম হয়েছি … অন্যান্য মরদেহ ক্লাসরুমের ভেতরে চেয়ার ও টেবিলের নিচে পড়ে ছিল।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী