শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করতোয়ায় নৌ-দুর্ঘটনা: তদন্ত কমিটির সময় বাড়ল

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগ‌ড়ের বোদা উপজেলায় কর‌তোয়া নদী‌তে নৌকাডু‌বির ঘটনায় পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়।

এর আগে, দুর্ঘটনার পরই জেলা ম্যাজিস্ট্রেট ঘটনা তদন্তে কমিটি গঠন করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু তদন্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় একই সময়ে উক্ত দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত থাকায় তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে অতিরিক্ত ৩ কার্যদিবস সময় বৃদ্ধির আবেদন করলে জেলা ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম আবেদনটি মঞ্জুর করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় জানান, উদ্ধারকৃত নিহত ব্যক্তির সংখ্যা ৬৮। এখনও নিখোঁজ রয়েছেন আরও চারজন।

আজ সকাল থেকে আবারও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে, এখন পর্যন্ত নতুন কোন লাশের সন্ধান পাওয়া যায়নি।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে নারী ৩০ জন, শিশু ২১ জন এবং পুরুষ ১৭ জন। নিহতদের অধিকাংশ সনাতন ধর্মাবলম্বীর। এর মধ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১৭ জন, বোদা উপজেলার ৪৫ জন, আটোয়ারী উপজেলার ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের একজন মৃত্যুবরণ করেছে।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী