শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিগারেটকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে মো. রাব্বি মল্লিক (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে অন্য স্কুলের পরীক্ষার্থীরা।

আজ শনিবার দুপুরে ইন্দুরকানী বাজারের পুরনো খেয়া ঘাটের পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাব্বি মল্লিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। আহত রাব্বি মল্লিক উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

আহত পরীক্ষার্থী মো. রাব্বি মল্লিক বলেন, ‘পরীক্ষা শেষে একটা চায়ের দোকানে গিয়ে বসি। এ সময় আমার সঙ্গে থাকা স্কুলের বন্ধুরা সিগারেট খাচ্ছিল। পরে এক বড় ভাই আমাদেরকে সিগারেট খেতে নিষেধ করলে সেখান থেকে আমরা চলে যাই। ওই দোকানে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কিছু এসএসসি পরীক্ষার্থীরাও সিগারেট খাচ্ছিল। পরে আমি বাড়িতে যাওয়ার জন্য নদীর খেয়া ঘাটে আসলে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৫-২০ জন ছাত্ররা বড় ভাইদের সামনে সিগারেট কেনো খেয়েছি এ বলে আমাকে ইট ও কাট দিয়ে আঘাত করে।’

প্রত্যক্ষদর্শী টলার চালক মাইনুল হাওলাদার বলেন, ‘আমি হঠাৎ দেখতে পাই স্কুলের ছাত্ররা মিলে নদীর পাশে অন্য এক ছাত্রকে ইট ও কাঠ দিয়ে মাথায় মারছে। এতে ওই পরীক্ষার্থীর মারাত্মক ভাবে আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেই।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত পরীক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগের পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের