শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাহাড় যেন এক টুকরো বাংলাদেশ

news-image

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
পাহাড় যেন এখন এক টুকরো বাংলাদেশ। উচ্ছ্বাস আর আনন্দে ভাসছে পাহাড়ের দুই রত্ন কন্যা। বলছি, রাঙামাটির রূপনা চাকমা ও ঋতুপর্ণা চাকমার কথা। সম্প্রতি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমার শিরোপা জয় করেন বাংলাদেশের মেয়েরা। এ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিল রাঙামাটি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভূয়ো আদামের বাসিন্দা রূপনা চাকমা। আর রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগরা ইউনিয়নে বাসিন্দা ঋতুপর্ণা চাকমা।

বাংলাদেশের পক্ষে বিজয় বয়ে আনা এ পাহাড় কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ গোল রক্ষক ছিল রূপনা চাকমা। খবর পেয়ে সম্প্রতি দুই জয়িতার বাড়িতে যায় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। তাদের পরিবারের হাতে তুলে দেয় সরকারের পক্ষ থেকে ৩ লাখ টাকা। এদিকে দেশের জন্য এমন বিজয় অর্জন করায় এ পাহাড় কন্যাদের পরিবাদের নিয়ে আনন্দ উল্লাসে ভাসছে রাঙামাটিবাসী। জেলা দুর্গম উপজেলার পাহাড়ি অঞ্চলে তাদের বাড়ি হলেও ছুটে যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের নারী পুরুষ। নিয়ে যাচ্ছে উপহার সামগ্রী।

রূপনা চাকমার মা কালাসোনা চাকমা জানান, পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে রূপনার বাবা মারা যায়। অতি দরিদ্রতার সাথে লড়াই করে বেড়ে উঠছে সে। তবে ছোট বেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার প্রচণ্ড ঝোঁক। গ্রামের হাছাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায় স্কুলের পক্ষে খেলা খেলতে গিয়ে প্রিয় হয় শিক্ষকদের কাছে। পরে ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তির পর তার অদম্য শক্তি ও পরিশ্রমে আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৯ নারী দলে সুযোগ পাই।
অন্যদিকে, বুধবার বাংলাদেশ নারী খেলোয়াড়দের আগমনের সুভাস যেনো পাহাড়ে বইছে। উচ্ছ্বাসের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ে। এ ব্যাপারে রাঙামাটি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বাসন্তী চাকমা বলেন, আমরা সত্যি গর্বিত। পাহাড়ের এ মেয়ে খেলোয়াড়দের জন্য। এখন মনে হচ্ছে পাহাড় যেন এক টুকরো বাংলাদেশ।

রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, আমি তাদের দু’জনের বাড়িতে গিয়েছি। আমি অবাক হয়েছি। এমন একটা জায়গায় তাদের বেড়ে উঠা যেটা আসলে দুর্গম। তারপরও তারা তাদের প্রতিভার পরিচয় দিয়েছে। তাদের বাড়িতে যাওয়ার পথে একটি বাসের সেতু দেখেছি। যেটা একেবারে জরাজীর্ণ। তাই সরকারের সিদ্ধান্তে এলাকাবাসীর জন্য একটি সেতু নির্মাণ করে দেওয়া হবে। যাতে এলাকার সবাই চলাচল করতে পারে। এ ছাড়া রূপনাদের বাড়িটা একেবারে ভেঙে গেছে। সরকারের পক্ষ থেকে তাদের বাড়িটা নির্মাণের ব্যবস্থা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)