সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কেমন আছেন হাজী সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য ও বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের মালিক হাজী সেলিমকে দশ বছরের সাজা দেন আদালত।

২০০৭ সালে দুদকের পক্ষ থেকে লালবাগ থানায় মামলাটি করা হয়। পরের বছরের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি। গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন আপিল আদালত। এরপর তাকে ৩০দিনের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়া হয়। গত ২২ মে তিনি আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, কারাগারে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে যান হাজী সেলিম। ওই রাতেই তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হয়। আদালতের অনুমতি সাপেক্ষে এই হাসপাতালের কেবিন ব্লকে তার চিকিৎসা চলছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক মাহমুদুল হাসান জানান, হাজী সেলিম হৃদরোগে আক্রান্ত। তিনি ঠিকমতো কথা বলতে পারেন না। কিছু বললেও বুঝতে তার সমস্যা হয়। এছাড়া প্রেশার ও ডায়াবেটিসসহ শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে তার। এজন্য তাকে বর্তমানে বিএসএমএমইউতে কারা হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বিএসএমএমইউতে কারা হেফাজতে চিকিৎসাধীন হাজী সেলিমের পাহারায় আমাদের কারারক্ষীরা আছেন। শারীরিক অবস্থার উন্নতি হলে আবার তাকে কারাগারে আনা হবে।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খান বলেন, হাজী সেলিম হৃদরোগে আক্রান্ত। তার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। তার চিকিৎসা চলছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?