শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইসলাম ধর্ম-বোরকা পরা নিয়ে ‘কটূক্তি’, শিক্ষিকা বরখাস্ত

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে ছাত্রীদের বোরকা পরা ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে কাকলি রানি মিস্ত্রী নামের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কাকলী উপজেলার কামারকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষিকা কাকলি রানী গত রোববার বিদ্যালয়ের দশম শ্রেণির সামাজিক বিজ্ঞান ক্লাশে জঙ্গিবাদ অধ্যায় নিয়ে আলোচনা করছিলেন। এসময় তিনি শ্রেণিকক্ষে উপস্থিত ছাত্রীদের সামনে মুসলমান মেয়েদের বোরকা পরা নিয়ে বাজে মন্তব্য করেন। একইসঙ্গে ইসলাম ধর্ম নিয়েও বাজে মন্তব্য করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিক ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরন হালদারকে নালিশ আকারে জানান।

তবে এ নালিশের পর ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ছাত্রীদের বুজিয়ে পাঠিয়ে দেওয়া হয়। পরে ছাত্রীরা বাসায় গিয়ে অভিভাকদের কাছে বললে তারা আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে জড়ো হন। খবর পেয়ে আজ সকালে নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান, স্বরূপকাঠি পৌরসভার মেয়র, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে যান। তারা অভিযুক্ত শিক্ষিকাকে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরন হালদার বলেন, ‘অভিযুক্ত শিক্ষিকা নিজের দোষ স্বীকার করেছেন। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং মাধমিক শিক্ষা আইন অনুযায়ী তার বিচার হবে। এ ব্যপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছে।’

নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোনো ধর্মই পছন্দ করেনা। কেউ অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ওই শিক্ষিকার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তবে যারা আইন হাতে নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে দেশের সম্প্রীতি-শান্তি রক্ষার্থে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

নেছারাবাদ ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, ‘আমরা ঘটনার খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে যাই। স্কুলের ম্যানেজিং কমিটি, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শিক্ষকদের নিয়ে আলোচনায় বসি। সেখানে শিক্ষক ছাত্রীদের ডেকে বিষয়টা শুনে প্রাথমিক তদন্তে শিক্ষিকা কাকলি রানীর বিরুদ্ধে আনিত মৌখিক অভিযোগের সত্যতা মিলেছে।’

ইউএনও বলেন, ‘আমরা ম্যানেজিং কমিটিকে বিষয়টি নিয়ে দ্রুত রেজুলেশন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে বলি এবং তাৎক্ষণিক এলাকার উত্তেজিত মানুষকে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা