শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারের সবার পাসপোর্ট না দিলে যেতে পারবেন না ২ বোন: হাইকোর্ট

news-image

অনলাইন প্রতিবেদক : পরিবারের সবার পাসপোর্ট জমা না দিলে হাইকোর্ট থেকে যেতে পারবেন না দুই বোন শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের একক (কোম্পানি কোর্ট) বেঞ্চ এ নির্দেশ দেন।

শারমিন আহমেদ ও তানিয়া আহমেদ পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল) কোম্পানির পরিচালক খবির উদ্দিনের মেয়ে। খবির উদ্দিন আবার অর্থপাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার (পি কে) হালদারের অন্যতম সহযোগী।

পি কে হালদার ও খবির নিজে তার পরিবারের সদস্যদের মাধ্যমে প্রায় দুইশো কোটি টাকা আত্মসাৎ করেছেন।

এ অভিযোগের ভিত্তিতে খবিরের দুই মেয়ে শারমিন আহমেদ ও তানিয়া আহমেদকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাদের হাইকোর্টে হাজির করা হয়। সেখানে শুনানির সময় আদালতে দুই বোন তাদের পাসপোর্ট জমা দেন। আর পরিবারের বাকি নয়জনের পাসপোর্ট জমা দিতে বলেন আদালত। অন্যথায় তারা আদালত থেকে বের হতে পারবেন না।

আদালতে উপস্থিত ছিলেন দুই বোনের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব।

শুনানির শুরুতেই আদালত বলেন, আজকে তো বিষয়টি শুনানির জন্য নির্ধারিত ছিল না।

এসময় আইনজীবীকে উদ্দেশ করে আদালত বলেন, উনারা তো এখন দেশেই আছেন। দুইশো কোটি টাকা নিয়ে কানাডা পালাতে চেয়েছিলেন। এখন আবার সময় চেয় আবেদন করতে এসেছেন।

হাইকোর্ট আরও বলেন, আগামী ৩০ দিনের মধ্যে ৫ শতাংশ টাকা দেবেন। আপনারা দিতে থাকুন। অভ্যাস হোক। পালিয়ে যাওয়ার অভ্যাসতো হয়েছে। টাকা দিয়ে আসুন। আর পুরো পরিবারের পাসপোর্ট জমা দিন। তা না হলে দুই বোনকে এখান (হাইকোর্ট) থেকে বের হতে দেওয়া হবে না।

এর আগে বুধবার (২৪ আগস্ট) ভোররাতে শারমিন আহমেদ (৪২) ও তানিয়া আহমেদকে (৩৭) গ্রেফতার করে র‍্যাব। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়।

একমাস আগে ঢাকায় এসে আত্মগোপনে থেকে তারা কানাডায় পালিয়ে যাচ্ছিলেন বলে জানায় র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বলেন, পিএলএফএসএল কোম্পানির প্রায় দুইশো কোটি টাকা আত্মসাৎকারী পি কে হালদার ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার আছেন। তার দুই নারী সহযোগী বাংলাদেশ ছাড়তে চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে তাদের ওপর র‍্যাবের নজরদারি চলছিল। এরই ভিত্তিতে ওই দুই নারী সহযোগীকে গ্রেফতার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)