সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টাকা নিয়েও না নাচায় নৃত্যশিল্পীর বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হারিয়ানার নৃত্যশিল্পী স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির লখনৌয়ের একটি আদালত। অভিযোগ রয়েছে, লখনৌয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি অনুষ্ঠানে নাচের কথা ছিল স্বপ্না চৌধুরীর। এর জন্য তিনি আগাম পারিশ্রমিকও নেন। কিন্তু অনুষ্ঠানের দিন উপস্থিত হননি তিনি। এমনকি আয়োজকদের অর্থও ফেরত দেননি। চুক্তিভঙ্গের একাধিক মামলার পর তার বিরুদ্ধে সমন জারি করলো আদালত।

আদালত সূত্রে জানা যায়, মূল ঘটনাটি ২০১৮ সালের। ওই বছরের ১৩ অক্টোবরে লখনৌয়ের স্মৃতি উপবন মঞ্চে একটি অনুষ্ঠানে নাচার কথা ছিল স্বপ্নার। অন্যদিকে অফলাইন ও অনলাইনে এ অনুষ্ঠানের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছিল। কিন্তু নির্দিষ্ট দিনে অনুষ্ঠানে হাজিরই হননি স্বপ্না চৌধুরী। ফলে কয়েক হাজার দর্শক অনুষ্ঠানস্থলে এসেও ফিরে যান। এতে চাপে পড়েন আয়োজকরা।

এই ঘটনায় ২০১৮ সালের ১৪ অক্টোবরে লখনৌয়ের আশিয়ানা থানায় স্বপ্নার বিরুদ্ধে মামলা দায়ের করেন আয়োজকরা। একই ঘটনায় মামলা হয়েছিল জুনেইদ আহমেদ, নবীন শর্মা, ইয়াদ আলি, অমিত পাণ্ডে ও রত্নাকর উপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ এদের মাধ্যমেই স্বপ্নার সঙ্গে চুক্তি হয়েছিল।

জানা গিয়েছে, স্বপ্নার বিরুদ্ধে এটিই একমাত্র প্রতারণার অভিযোগ নয়। ২০২১ সালে দিল্লি পুলিশের অপরাধ শাখায় স্বপ্নার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগ নথিভুক্ত হয়। বহু ক্ষেত্রে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?