শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোলায় রহিমের দাফন সম্পন্ন, ২ মামলায় আসামি ৪ শতাধিক

news-image

ভোলা প্রতিনিধি : ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সম্পাদকসহ ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় পুলিশের ওপর হামলা ও স্বেচ্ছাসেবকদল কর্মী হত্যার অভিযোগ আনা হয়েছে।

মামলায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও সম্পাদক হারুন অর রশিদসহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৫০ আসামি করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ সোমবার পর্যন্ত ১০৮ জনকে গ্রেপ্তার করেছে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে হত্যার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গোলাম নবী আলমগীর।

সোমবার দুপুর ১২টার দিকে ময়নাতদন্ত শেষে আব্দুর রহিমের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে তার গ্রামের বাড়ি দক্ষিণ দিঘলদী ইউনিয়নে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি বলেন, গ্রেপ্তার এড়াতে দলের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। কেন্দ্রীয় নির্দেশে আমরা পরবর্তী কর্মসূচি পালন করবো।

ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বিএনপির মিছিল করার অনুমতি ছিল না। তারপরও তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পুলিশকে হত্যার চেষ্টা করেছে। পুলিশ ফাঁড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। ওই ব্যক্তি পুলিশের গুলিতে নয়, ইটের আঘাতে মারা গেছে।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অল রশিদ অভিযোগ করছেন, স্বেচ্ছাসেবক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

রোববার বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়।

 

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী