শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘লক্ষ্য পূরণ না হলে আরও দুদিন বুস্টার ডোজ দেওয়া হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : লক্ষ্যমাত্রা পূরণ না হলে করোনা টিকার বুস্টার ডোজ আরও দুইদিন (আগামীকাল বুধ ও বৃহস্পতিবার) দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বুস্টার ডোজ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এ সময় কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের উপস্থিতি কম দেখে তিনি বলেন, ‘করোনাভাইরাসের ভয়াবহতা মারাত্মক না হওয়ায় বুস্টার ডোজ নিতে মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে।’ আজ সকাল ৯টা থেকে সারা দেশে একযোগে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, প্রায় ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী এ ক্যাম্পেইন চলছে। এতে ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ও তুলনামূলক কম বুস্টার (তৃতীয়) ডোজ কাভারেজ বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দ্বিতীয় ডোজ নেয়ার চার মাস পূর্ণ হলে ১৮ বছরের বেশি যে কেউ বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া হবে। এর আগে গত সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

তখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানান, ক্যাম্পেইন চলাকালে দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসমূহের ওয়ার্ড পর্যায়ে করোনা টিকা দেওয়া হবে। একদিনে প্রায় ৭৫ লাখ মানুষকে সুষ্ঠুভাবে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যে সারা দেশে ৬২৩টি স্থায়ী ও ১৫ হাজার ৫৫৮টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বুস্টার ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা দেশের যেকোনো কোডিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহীতা এ বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন দেয়ার শর্তাবলী অনুসরণ করতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে (কোভিড-১৯ টিকার কার্ড বা সনদ) কাছের টিকাদান কেন্দ্র বা দেশের যেকোনো কোডিড-১৯ টিকাদান কেন্দ্র থেকে টিকাগ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন দেওয়ার শর্তাবলী অনুসরণ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর