রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গরমের দাপটে নাকাল রংপুরের মানুষ

news-image

ঘরে ঘরে জ্বর,সর্দি-কাশি # চরম দুর্ভোগে শ্রমজীবিরা

রংপুর ব্যুরো : তপ্ত আষাঢ় পুড়াচ্ছে রংপুর নগরীসহ বিভাগের আট জেলাকে। দু-একদিনের মধ্যে চলে যাবে মাসটি, কিন্তু রেখে যাচ্ছে অগ্নিশোধিত দিন।

শ্রাবণ সমাগত। ভরা বর্ষা মৌসুমের মধ্যভাগে এসেও চৈত্র-বৈশাখের মতো ভ্যাপসা গরমে-ঘামে নেয়ে নাকাল রংপুরের মানুষ। তীব্র খরতাপে দুর্বিষহ জীবনযাত্রা। এতে ঘরে ঘরে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগব্যাধী দেখা দিয়েছে। আর চরম দুর্ভোগে পড়েছেন রিকশা চালকসহ শ্রমজীবি মানুষজনরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল বুধবার রংপুরে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে গত কয়েকদিন ধরে দেখা গেছে, দিনে কি রাত- সমানতালে গরমের দাপট। অস্বাভাবিক তাপদাহের কারণে রংপুর নগরীসহ বিভাগের আট জেলার অধিকাংশ ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, চর্মরোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগব্যাধিতে অসুস্থ মানুষ। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বারে বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসকরা, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে।

দেখা গেছে, অসহনীয় তাপদাহে কেটেছে ঈদসহ পরবর্তী দিনগুলো। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও নেই স্বস্তি। বিশেষ করে রিকশাচালকসহ খোলা আকাশের নিচে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে বেশি। এছাড়া তীর্যক সূর্যের দহনে পুড়ছে ফল-ফসল। অন্যদিকে বিদ্যুৎতের লোডশেডিংয়ের কারণে দুর্ভোগের মাত্রাটা কয়েকগুণ বেড়েই চলেছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, রংপুরসহ সারা দেশের বিভিন্ন স্থানে বিরাজ করছে গুমোট আবহাওয়া। গতকাল রংপুরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে। তবে আগামী শনিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। বৃষ্টিপাতও হতে পারে।

এ জাতীয় আরও খবর