সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ঈদের শুভেচ্ছা ফেস্টুন লাগানো নিয়ে বিরোধে পৌর ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ৭জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিস ভাঙচুর ও মারধোরের অভিযোগ আনা হয়।

আজ বুধবার মামলার বাদী ও আসামীরা পাল্টাপাল্টি মানববন্ধন ও সাংবাদ সম্মেলন করার কর্মসূচির ঘোষণা দিলেও উপজেলা আওয়ামী লীগের হস্তক্ষেপে তা বাতিল করা হয়।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মামলার বাদী আবির হোসেন রিদয় বলেন, ‘গত ৯ জুলাই রাতে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদের নেতৃত্বে ১২-১৩ জন আমার অফিসে হামলা করে। আমাকে লক্ষ্য করে রাতুল কলমদানী ছুড়ে মারলে তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাঁধাই করা ছবিতে লেগে ভেঙ্গে যায়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানী ঘটে। এ আমি তাদের বাঁধা দিলে আমাকে মারধোর করে। অফিসে ভাঙচুর করে ড্রয়ারে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় তারা। আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে গত ১০ জুলাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।’

অভিযুক্ত গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ বলেন,‘ঈদের শুভেচ্ছা ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের অফিসের সামনে কথাকাটাকাটি হয়। তবে কোন হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি মিথ্যা ও সাজানো। এ মামলার সঠিক তদন্ত দাবি করছি।’

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা নবীন বিশ্বাস বলেন, মামলার সব আসামি গত মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়েছেন।

গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান বলেন,‘রাতুলের ফেস্টুন সরিয়ে হৃদয়ের ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে ঘটনা ঘটে। তবে রাতুল এ বিষয়টি আমাকে অবহিত করলেই সমাধান করা যেতো। তা না করে রাতুলের ছেলেদের নিয়ে হৃদয়ের অফিসে যাওয়া ঠিক হয়নি। বিষয়টি উপজেলা আওয়ামী লীগ সুরাহার দায়িত্ব নিয়েছেন। যে কারণে উভয় পক্ষ হতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি বলেন, ‘ছাত্রলীগের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির রিপোর্টের পাঠালে আমরা তাদের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিব।’

 

এ জাতীয় আরও খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার