সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানির মাংস আনতে গিয়ে পদদলিত হয়ে কিশোরের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কোরবানির মাংস আনতে গিয়ে পদদলিত হয়ে মো. আকাশ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার বিকেলে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় ঝিলমিল হাসপাতালের সামনে আবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আকাশ পেশায় একজন রিকশাচালক। তার বাবার নাম ঠাণ্ডু মিয়া। তারা চুনকুটিয়া নাজিরেরবাগ চেয়ারম্যান বাড়ি এলাকার দিবা মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।

স্থানীয়রা জানান, ঈদের তৃতীয় দিন আবুল মিয়া গরীব অসহায়দের জন্য নয়টি গরু কোরবানি দেন। বিকেলে মাংস সংগ্রহ করতে সেখানে অনেক মানুষের সমাগম হয়। মেইন গেট খুলে দেয়ার পর তাড়াহুড়ো করে ভেতরে প্রবেশ করার সময় পদদলিত হয়ে ওই কিশোরসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে আকাশের মৃত্যু হয়। ‌

হাসপাতালের সহকারী আনসার কমান্ডার জহিরুল ইসলাম বলেন, সন্ধ্যার আগে শিশু-কিশোরসহ কয়েকজনকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে একজন মারা গেছে ও আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, কোরবানির মাংস আনতে গিয়ে হুড়োহুড়িতে এ ঘটনা ঘটে। নিহত হওয়া কিশোরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাড়ির মালিক আবুল মিয়ার ছেলে রিয়েল মিয়া সাংবাদিকদের বলেন, ঈদের তৃতীয় দিন গরিব-অসহায়দের জন্য বড় বড় নয়টি গরু কোরবানি দেয়া হয়। বিকেলে মাংস নেয়ার জন্য কয়েক হাজার মানুষ বাড়ির সামনে জড়ো হয়। মেইন গেট খোলার পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে একজন মারা গেছে ও শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের একটি ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে এখনও থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?