সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনায় সকালে দর্শক কম, বিকেলে চলবে ‘পরাণ’

news-image

বিনোদন প্রতিবেদক : এবারের ঈদে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। ‘দিন দ্য ডে’, ‘সাইকো’ আর দেশের সিনেপ্লেক্সসহ ১১টি হলে পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলার কথা জানা যায়। অন্যদিকে, যমুনা ব্লাকবাস্টারে চলছে এ ছবিটি।

দৈনিক আমাদের সময়ে ঢাকার আজাদে ‘পরাণ’র দর্শক নেই! শিরোনামে একটি সংবাদ প্রকাশ পেলে অনেককেই বেশ নড়েচড়ে বসতে দেখা গেছে। এমনি সকল খবরাখবর থামাচাপা দিতেই দ্বিতীয় সপ্তাহে ৭-৮ টি হল সংখ্যা বাড়ার কথাও শোনা গেছে। এই সিনেমার পরিচালকের কথাতেও পাওয়া গেছে কিছু ভিন্ন সুর।

‘পরাণ’ সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফী জানান, ‘ব্লক বাস্টারে সকালের শো-তে পরাণ চলছে। কিন্তু দর্শক বিকেল বা সন্ধ্যার শো-তে পরাণ দেখতে বেশি যাচ্ছে। যমুনা কর্তৃপক্ষ দর্শকদের কথা বিবেচনায় এনে যদি বিকেল বা সন্ধ্যায় পরাণ চালায় তাহলে আরও ভালো যাবে।’

এমন কথার পরিপ্রেক্ষিতে যমুনা ব্লকবাস্টার সিনেমাসের অপারেশন ইনচার্জ এ. এইচ রাজু মুঠোফোনে বলেন, ‘আমরা যমুনায় প্রথম থেকেই ‘পরাণ’ চালাচ্ছি। ‘সাইকো’ চালাচ্ছি না।’

দর্শক চাহিদার কারণে প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে সকালের শো বিকেলে চালানোর বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘সকালের শো এর পরবর্তে বিকেলে শো চালিয়ে দর্শক বেশি পাচ্ছি। এটাই বলবৎ থাকবে। দেখি কি হয়। ঢাকায় সিনেপ্লেক্সের বাইরে মধুমতি হল, চিত্রামহল ও গীতে চলছে অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’। অন্যদিকে সাভারে বিলাসে অনন্য মামুনের ‘সাইকো’ ও পরিচালক রায়হান রাফীর ‘পরাণ’ চলতে দেখা গেছে পুরান ঢাকার আজাদে সিনেমা হলে। অন্য সিনেমা আশানুরূপ দর্শক থাকলেও আজাদ হল এ ঈদের দ্বিতীয় দিনেও তেমন দর্শক চোখে পড়েনি। এমনকি ‘পরাণ’এ ডিসিতে মাত্র ৮ জন আর রিয়েল এ ১৫ জন দর্শক নিয়ে সিনেমাটা চলতে দেখা গেছে।

চারিদিকে টিকেট নেই। আর মিথ্যা নাটকীয় হাউজফুলের তকমায় অনেকেই হতাশা প্রকাশ করতে দেখা গেছে। তবে এই পরিচালক রাফী সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র পরিচালক জানান, ‘প্রথম থেকেই মনে হয়েছে এই ছেলের কথা উনিশ-বিষে ভরা। মূল্যহীন কথায় নিজেকে আরও ছোট করছে। সিনেমায় দর্শক থাকলে তো আমাদের জন্য সুখবর।’

তিনি আরও বলেন, ‘একটি গণমাধ্যমের খবরে অনন্ত জলিলের সিনেমার দর্শক নিয়ে নিজের নামে চালিয়ে দেবার বিষয়টা খুবই দুঃখজনক। অন্যের সিনেমার দর্শক টেনে নিজের নামে চালাবে কেন? এদের জন্য বর্তমান সিনেমার বাজে অবস্থা। সিনেমা চললে সকালের শো বিকেলে নিতে হবে কেন? এখন তো মনে হচ্ছে সব টিকিট নিজে কিনে শুধু সিনেপ্লেক্সগুলো জমাট বেঁধে রাখছে! সিনেমা হিট হলে গ্রামগঞ্জের হলগুলো হাউজফুল থাকতে হয়। তাকে এগুলো কে বুঝাবে!’

উল্লেখ্য, ঈদের সিনেমায় ‘দিন দ্য ডে’তে অনন্ত-বর্ষা, ‘সাইকো’তে পূজা-রোশান আর ‘পরাণ’ এ মিম-ইয়াশ-রাজ জুটি বেঁধে কাজ করেছেন। তবে দর্শক টানতে দ্বিতীয় সপ্তাহের দিকে তাকিয়ে আছেন হল মালিকরা।

 

এ জাতীয় আরও খবর

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার