রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, গাড়ির চাপ নেই টোলপ্লাজায়

news-image

জেলা প্রতিনিধি : ঈদ উদযাপন শেষে গাড়িতে পদ্মা সেতু পাড়ি দিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শরীয়তপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। তবে যানবাহনের চাপ নেই সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজায়।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল থেকেই জাজিরা টোলপ্লাজায় এমন চিত্র দেখা যায়। ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু দিয়ে সরাসরি গাড়িতে পার হচ্ছেন যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়বে বলে ধারণা করছেন সেতু সংশ্লিষ্টরা।

পদ্মা সেতু হয়ে কর্মস্থলে ফিরছে মানুষ, গাড়ির চাপ নেই টোলপ্লাজায়

এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জাগো নিউজকে বলেন, চাপ না থাকায় পদ্মা সেতুর টোল দিয়ে নির্বিঘ্নে পারাপার করা হচ্ছে গাড়ি। দুর্ভোগ ছাড়াই যাত্রী নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনগুলো। তবে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরা নিয়জিত রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর