রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার পর্যন্ত আসাম-মেঘালয়ে ভারী বৃষ্টি হতে পারে

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় দুই রাজ্য আসাম ও মেঘালয়ে বন্যা পরিস্থিতি আগের মতোই আছে। ভারতের আবহাওয়া অফিস সোমবার এ অঞ্চলের সাতটি রাজ্যের জন্য নতুন করে বজ্রসহ বৃষ্টি, ঝড়, ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এখন পর্যন্ত আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে মোট ১৩১ জন মারা গেছে বন্যায়।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও ত্রিপুরার এলাকায় বজ্রসহ বৃষ্টি, ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে।

আসামের ৩০ জেলায় অন্তত ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মেঘালয়েরও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কনরাডের সঙ্গেও কথা বলেছেন অমিত শাহ।

এ জাতীয় আরও খবর