শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদুল আজহায় ছুটি মিলছে কতদিন?

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদে সরকারি চাকরিজীবীরা কতদিন ছুটি পাচ্ছে তার এবার জানা গেলো সেই সূচি। আরবি আর ইংরেজী ক্যালেন্ডারের তারিখ সমন্বয় করে এবার ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা ছুটি পেতে চলেছে টানা চারদিন।

পবিত্র ইসলাম ধর্মের রীতি অনুযায়ী আরবি জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। ১ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে জিলহজ মাস শুরু হলে আগামী ১০ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে ১০ জুলাই ঈদুল আজহা হলে সরকারি ছুটির তালিকা অনুযায়ী ৯ থেকে ১১ জুলাই (শনি থেকে সোমবার পর্যন্ত) তিনদিন সরকারি ছুটি থাকার কথা।

এদিকে ৯ তারিখের ঠিক আগের দিন ৮ জুলাই শুক্রবার, যেটি আবার সাপ্তাহিক ছুটি। যার ফলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল আজহায় ছুটি পাচ্ছেন সর্বমোট চারদিন।

 

এ জাতীয় আরও খবর