সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ধরলার পানি বিপৎসীমার ওপরে, তিস্তা-ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : উজানের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির ফলে কুড়িগ্রামে ধরলার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। আর তিস্তা ও দুধকুমরসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানির তোড়ে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ইন্দ্রগড় মৌজার ব্যাপারীটারী এলাকায় ১ কিলোমিটার রাস্তা ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

জানা গেছে, কুড়িগ্রামের চরাঞ্চলের ৪৫০টি চর ও দ্বীপ চরের হাজারখানেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সদর উপজেলার যাত্রাপুর, পাঁচগাছী ও ভোগডাঙ্গা, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়ন নারায়ণপুর, উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়ন, চিলমারীর নয়ারহাট ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) অফিস জানায়, ধরলার পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ৫ সেন্টিমিটার এবং তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কচাকাটা ইউনিয়নের বাসিন্দা আব্দুল গফুর, আওয়াল ও নাইমুল জানান, এবার বন্যার পানি আগাম আসায় মানুষ চরম বিপদে পড়েছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সবকটি নদ-নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ২০ তারিখের পর পানি কমার সম্ভাবনা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?