রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজযাত্রীদের সৌদির নিয়ম-কানুন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর

news-image

অনলাইন ডেস্ক : দেশের সম্মান রক্ষায় হজযাত্রার সময়ে সৌদি আরবের সব নিয়ম-কানুন, আইন মেনে চলতেও হজযাত্রীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং হজ কার্যক্রম- ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।

দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রযাত্রার চলমান গতি অব্যাহত রেখে দেশবাসীর উন্নত জীবনের জন্য দোয়া করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আজকে আমাদের দেশে যেভাবে আমরা অর্থনৈতিক উন্নতি করতে পারছি, এই উন্নয়নের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, তারা যেন তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ পায়, উন্নত জীবন পায়, সুন্দর জীবন পায়, তার জন্য আপনারা দেশবাসীর জন্য দোয়া করবেন।’

হজযাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেশের মানুষের জন্য দোয়া করবেন। করোনাভাইরাস, এ রকম কোনো রোগের প্রাদুর্ভাব থেকে যেন বিশ্ব রক্ষা পায়, মানবজাতি রক্ষা পায়, আর সেই সঙ্গে বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ যেন রক্ষা পায়, সেই দোয়া করবেন।’

সরকারপ্রধান বলেন, ‘আমি বলব, যারা যাবেন হজে, অবশ্যই সৌদি আরবের যে সমস্ত নিয়ম-কানুন এবং আইন, সেটা সবাইকে মেনে চলতে হবে। হজে সব আইন মেনে সবাই চলবেন, এটাই আমরা আশা করি। হজ করার পাশাপাশি বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে হবে। নিজেদের ইবাদত-বন্দেগি করা, আবার দেশের মান সম্মানও রক্ষা করা—এটা সবার কর্তব্য। সেই কথাটা আপনারা মাথায় রাখবেন।’

হজযাত্রীদের সতর্ক থেকে নিজেদের সুস্থ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নিজেরা নিজেদের সুস্থ রাখার চেষ্টা করবেন, যাতে সবাই সুস্থ থাকতে পারেন, সুস্থ থেকে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। এটাই আপনাদের কাছে আমার আহবান থাকবে, বাংলাদেশের জন্য দোয়া করবেন। প্রাকৃতিক দুর্যোগ বা করোনাভাইরাসের মতো এ রকম অতিমারির হাত থেকে যেন এ দেশ রক্ষা পায়, বিশ্ব রক্ষা পায়, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাদের দেশের জন্য, বিশেষ করে আপনারা দেশের মানুষের জন্য দোয়া করবেন, সেটা চাই।’

সরকারপ্রধান বলেন, ‘হজযাত্রীরা যাতে কোনো রকমের হয়রানি ছাড়া হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। আর এই ব্যবস্থাপনা নিজের অভিজ্ঞতার আলোকে নিয়েছেন বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।

ই-হজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে ই-হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে। ফলে আগে যেমন হাজিদের কষ্ট হতো, এখন আর সেই কষ্ট হয় না। সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি। আমি মনে করি এটা আমাদের কর্তব্য। যারা পবিত্র হজ পালন করতে যাচ্ছেন, অবশ্যই তারা যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন, ইবাদত-বন্দেগি করতে পারেন।’

হজ ক্যাম্পে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম প্রমুখ।

আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।