শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আমিরাতের নতুন প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান

news-image

মুহাম্মদ মোরশেদ আলম,ইউএই
সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আজ শনিবার আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল এ তথ্য নিশ্চিত করেছেন।

৬১ বছর বয়সী এই নেতা দেশের তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে তার ভাই শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন।

শেখ মুহাম্মদ বিন জায়েদ ২০০৪ সাল থেকে আবুধাবির ক্রাউন প্রিন্স হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে আবুধাবির ১৭তম শাসক।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, ফেডারেল সুপ্রিম কাউন্সিলের এক সভায় সবার সম্মতিতে শেখ মোহাম্মদ বিন জায়েদকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও ইউএই’র প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশের শাসকরা সেখানে উপস্থিত ছিলেন।

শেখ মোহাম্মদ বিন জায়েদ ২০০৫ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। তিনি আমিরাতের সশস্ত্র বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক সামরিক সংস্থার কাছে ব্যাপক প্রশংসিত।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়াকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ। তিনি বলেন, কাউন্সিল তার পূর্ণ আস্থা প্রকাশ করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের জনগণ নতুন প্রেসিডেন্টের পাশে থাকবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)