রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত ব্যক্তিরা সম্পর্কে সহোদর।

বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার রাত ১২টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যক্তিদের মামাতো ভাই মো. আনোয়ার হোসেন জানান, ৮ মে সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ গাউছিয়া এলাকার একটি স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনসহ আরও এক কর্মচারী দগ্ধ হন। রাতেই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯টার দিকে শামীম মারা যান। আর বুধবার রাত ১২টার দিকে মারা যান নাজমুল।

তিনি আরও জানান, তারা দুজন কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার তামুরকান্দি গ্রামে। তাদের বাবার নাম মোহাম্মদ করিম।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম হোসেন জানান, শামীমের শরীরের ৪৫ শতাংশ ও নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিলো। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর