রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, ৩ চীনা নাগরিক নিহত

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মাইক্রোবাসে বিস্ফোরণ ঘটেছে। এতে তিনজন চীনা নাগরিকসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১টা ৫২ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক হুয়াং গুইপিং, ডিং মুপেং, চেন সা ও তাদের পাকিস্তানি চালক খালিদ নিহত হয়েছেন।

গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও পুলিশ বলছে, এই বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিশ্ববিদ্যালয়টির চীনা ভাষা শিক্ষা কেন্দ্র কনফুসিয়াস ইনস্টিটিউটে ফিরছিলেন তারা। ঠিক ওই সময় বিস্ফোরণ ঘটে। মাইক্রোবাসটির মধ্যে সাত থেকে আট জন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি, পূর্ব) মুকাদ্দাস হায়দার জিও নিউজকে বলেন, বিস্ফোরণের প্রকৃত কারণ নির্ধারণের কাজ করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

চীনা নাগরিকদের লক্ষ্য করে এই বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর