রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ বছর পর সম্রাট হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন বছর আগে খুন হন ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট। সে হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সীতাকুণ্ড থানার ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মীরসরাই থানার বাতালিয়া গ্রামের মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও সীতাকুণ্ড থানার মধ্য মহাদেবপুর গ্রামের মো. নুরুল হুদা (২৫)।

শনিবার সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপতার পরও তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সর্বশেষ তাদের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলা যুবলীগের সদস্য এবং ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

এঘটনায় সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে তিন বছর আগে খুন হন ওয়ার্ড যুবলীগের সভাপতি দাঊদ সম্রাট। সে হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার সীতাকুণ্ড থানার ভূঁইয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মীরসরাই থানার বাতালিয়া গ্রামের মো. মামুন ওরফে ডাকাত মামুন (২২) ও সীতাকুণ্ড থানার মধ্য মহাদেবপুর গ্রামের মো. নুরুল হুদা (২৫)।

শনিবার সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপতার পরও তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। সর্বশেষ তাদের অবস্থান নিশ্চিতের পর অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় কোন্দলের জেরে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাটকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি উপজেলা যুবলীগের সদস্য এবং ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।

এঘটনায় সম্রাটের মা জেবুন্নেসা বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।