বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তিতে অভিনেতা তৌসিফ

news-image
বিনোদন প্রতিবেদক : এ যেন এক ট্রাফিক জ্যামের শহর। বিশাল জনগোষ্ঠীর এই শহরে যানজটের ফলে জনজীবন যেমন অতিষ্ঠ ঠিক তেমনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। ঢাকা শহরের যানজট নিয়ে বিস্তর আলোচনা প্রতিনিয়ত আমাদের চোখে পড়ে। যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করলেও টেকসইভাবে নগরবাসী এখনো কোনো সুবিধার সম্মুখীন হতে পারেনি। এই যানজটের কারণে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষেরা। এ ভোগান্তি থেকে বাদ যাননি বিনোদন অঙ্গনের কর্মীরাও।

আজ সোমবার দুপুরে এমনই ভোগান্তির মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। যার দরুণ নির্ধারিত সময়ে তিনি পৌঁছাতে পারেননি শুটিং স্পটে (উত্তরায়)। তার কল টাইম দুপুর আড়াইটাই হলেও প্রতিবেদন লিখা পর্যন্ত তিনি রাজধানীর বনানীতে অবস্থান করছেন বলে জানান।

এ বিষয়ে কথা বলে তৌসিফ মাহবুব বাংলাদেশ জার্নালকে বলেন, ‘আমরা যারা বিনোদন অঙ্গনে কাজ করি তাদেরকে একটা শুটিং ইউনিটের পরিচালক, সহশিল্পী এবং প্রোডাকশনের সবাই আমাদেরকে ভীষণ ভালোবাসে। সেই জায়গা থেকে সবাই আমাকে অনেক ভালোবাসে তার একটা উল্লেখযোগ্য কারণ যদি বলি, সেটা হচ্ছে কল টাইম মেইনটেইন করার কারণে। একটা জায়গায় ভীষণ রকম ঘৃণা পেতে হয় আমাকে, যদি কল টাইমটা মেইনটেইন করতে না পারি। আমি সবসময় চেষ্টা করি সময়টা মেনে চলতে, সঠিক সময়ে সেটে পৌঁছাতে। আমার জীবনে বহুবার এমন হয়েছে যে, আমি সবার আগে সেটে পৌঁছে গিয়েছি কিন্তু অন্য অনেকেই আসেনি। আমরা অনেক সময় চেয়েও সঠিক সময়ে সঠিক অবস্থানে পৌঁছাতে পারি না তার অন্যতম একটা কারণ হচ্ছে শহরের যানজট। তারপরও আমরা ব্যালেন্স করে সেটা করার চেষ্টা করি। মাঝেমধ্যে দেরী হয়ে গেলে সেটে গিয়ে সবাইকে সরি বলতে হয়!’

 

তিনি আরও বলেন, ‘এখন সপ্তাহে দুই-তিন তো এখন দেরি হয়-ই মাঝেমধ্যে পৌঁছাতে এত দেরী হয় যে দেখি আমার জন্য অনেকে বসে আছে, কাজ আটকে আছে। এটা বিশেষত হয় রাস্তায় যানজটের কারণে। বিশেষ করে সেই দিনগুলোতে যেদিন আমার কলটাইম থাকে একটু দেরিতে। আমি এমনিতে সকাল ৮/৯টার মধ্যে বের হয়ে যাই তাও দেখা যায় স্পটে পৌঁছাতে এক/দেড় ঘণ্টা লেগে যায়। কিন্তু ১০/১১ টার পর ঢাকা শহরে কোথাও যাওয়ার অবস্থা-ই থাকে না। আমার যেদিন দুপুরে কল টাইম থাকে সেদিন ঢাকা শহরের যেখানেই গন্তব্য থাকুক না কেন ৪/৫ ঘণ্টায়ও পৌঁছাতে পারি না। আমি একটু অসুস্থ যার কারণে রোজা রাখতে পারছি না, কারণ আমাকে প্রতিদিন ১২ টা করে ট্যাবলেট খেতে হয়। এরজন্য আমি শুটিংয়ে যাওয়ার সময় সাথে করে টিফিন নিয়ে যাই। আজকে গাড়িতে বসেই সকালের ব্রেকফাস্ট করেছি এবং যেতে যেতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, যার কারণে গাড়িতে বসেই লাঞ্চ করছি আমি। এরচেয়ে দুঃখজনক আর কি হতে পারে এই শহরের যানজট নিয়ে!

গত দেড় মাস ধরে স্কুল কলেজ খুলে যাওয়ার পর রাজধানীতে যানজটের অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। এমনিতেই তো ঢাকার বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে ধুলা-বালি এবং শব্দ দূষণের শহর হিসেবে তো আমরা এখন শীর্ষে, তারমধ্যে যানজটের ভোগান্তি; সবকিছু মিলিয়ে রাজধানীতে আমাদের বসবাস এখন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। গত কয়েকদিন ধরে সেটা তো মাত্রা ছাড়িয়ে গেছে বলা যায়। আজকে আমার কল টাইম ছিল দুপুর আড়াইটাই। ধানমন্ডি থেকে রওয়ানা দিয়েও আমি ৩ ঘন্টা ধরে বনানীতে এসে আটকে আছি!’

যোগ করে তিনি আরও বলেন, ‘যদিও আমি নিজে খুব ধৈর্য্যশীল একজন মানুষ, ধৈর্য্য ধরে থাকতে চাই। আমি আশা করি এই যানজট একদিন কমবে। যখন কমবে তখন এই ঢাকা শহর হবে দেখার মতো। একসঙ্গে মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ে, হাইওয়ে সম্পূর্ণ হওয়ার পর আমরা মালয়েশিয়ার চেয়েও অ্যাডভান্সড হয়ে যাবো।’

প্রসঙ্গত, তৌসিফ মাহবুব গত দুদিন ধরে শুটিং করছেন শিহাব শাহীন পরিচালিত ‘ভুল কুড়িয়ে নিলাম’ নাটকের, এখানে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা।

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী