সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্লামেন্ট থেকে পদত্যাগের সিদ্ধান্ত ইমরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পার্লামেন্ট থেকে দেশটির সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী ইমরান খান পদত্যাগ করতে পারেন বলে খবর পাওয়া গেছে।

সূত্রের বরাত দিয়ে সোমবার জিও টিভি অনলাইন এ খবর জানিয়েছে।

সূত্র জানিয়েছে, ইমরান খান বলেছেন, ‘যে কোনো পরিস্থিতিতে আমরা অ্যাসেমব্লিতে বসবো না।’

ইমরানের দল পিটিআইয়ের (তেহরিক-ই ইনসাফ- পাকিস্তান) পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর নিজ দলের আইনপ্রণেতাদের নিয়ে ইমরান জরুরি বৈঠক করেন।

বৈঠকে ইমরান খান বলেন, পিটিআই সেই লোকদের সাথে পার্লামেন্টে বসবে না যারা পাকিস্তানকে ডাকাতি করেছে এবং যাদের ‘আমদানি করেছে বিদেশী শক্তি।’

তিনি বলেন, ‘যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে এ সরকার দেশ পরিচালনা করতে চায়, তাদের চাপে রাখতে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদের চলতে দেব না।’

তিনি বলেন, রোববার রাতে পুরো দেশ পিটিআইয়ের শক্তি দেখেছে।

সূত্র জানায় যে, পার্টির বেশিরভাগ সদস্য পদত্যাগ করার বিষয়ে ইমরান খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তারা জাতীয় পরিষদের সদস্য থেকেও দৃঢ়ভাবে বিরোধীদের মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন।

সূত্র জানায়, পিটিআইয়ের ওই বৈঠকে আরও একটি বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইমরানের দল পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে এরইমধ্যে পিটিআই সদ্য সাবেক হওয়া ইমরান খান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে মনোনীত করেছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?