রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পাল্টাপাল্টি বঙ্গবন্ধুর জন্মদিন পালন করলেন সাবেক ও বর্তমান এমপি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বর্তমান ও সাবেক দুই এমপি পাল্টাপাল্টিভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করেছেন। এ সময় দুই এমপি ধামরাইয়ের আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সমালোচনা করেন। সাবেক এমপি এম এ মালেক বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়। পরে তিনি ঢুলিভিটা এলাকায় মুন্নু কমিউনিটি সেন্টারে ১০২ পাউন্ডের কেক কেটে হাজার হাজার নেতাকর্মীকে সাথে নিয়ে জাতির জনকের জন্মদিন পালন করেন।

বৃহস্পতিবার সকালে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী এলাকায় বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন।

এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, আওয়ামী লীগ দলের ভেতরে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীরা যেন কোন ষড়যন্ত্র করতে সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দলকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, দলকে যারা জনগণের কাছে বিতর্কিত করতে চায় তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে। আজকে ধামরাইয়ের আওয়ামী লীগ নেতাকর্মীরা দেখিয়ে দিয়েছেন, দলের বাইরে যারা কাজ করে, দলের ভেতরে থেকে দলের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে কাজ করতে হয়।

ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ উপজেলায় যা ইচ্ছে তা করছেন। এই তিন বছরে ধামরাইয়ে কোন উন্নয়ন হয়নি। বেনজীর আহমদকে এখন কেউ দেখতে পারে না। নামেমাত্র এমপি হয়েছেন, কামে নয়। বিএনপি জামাতের লোকজনদের দলে ঢোকাচ্ছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার দলীয় প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ না করে যারা স্বতন্ত্র প্রার্থী ছিল তাদের জিততে সহযোগিতা করছে। নির্বাচনের পর তাদের ফুলের মালা পড়িয়ে বরণ করেছে।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বলেন, আগামী এক মাসের মধ্যে ধামরাইতে সবচেয়ে বড় অনুষ্ঠান করে দেখাবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সংগঠিত হয়ে কাজ করবো।

মুন্নু কমিউনিটি সেন্টারে বঙ্গবন্ধুর জন্মদিনে মানুষের ঢল নামে। প্রায় ৫/৬ হাজার লোকের সমাগম ঘটে। ধামরাইতে সবচেয়ে বড় অনুষ্ঠান হয় সাবেক এমপি এম এ মালেকের বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে।

সেখানে দেখা যায়, বেশিরভাগ নেতাকর্মীরা সাবেক এমপি ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মালেকের সাথে ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর