রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গহীন পাহাড় থেকে ১৭ পর্যটক উদ্ধার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড় থেকে ১৭ পর্যটককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় পন্থিছিলা এলাকার ঝরঝরি ঝর্ণা থেকে তাদের উদ্ধার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

তিনি জানান, বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে ১৭ জন পর্যটক ঝরঝরি ঝর্ণা দেখতে সীতাকুণ্ডে যান। তারা পাহাড়ে রাতে থাকতে চেয়েছিলেন। এর মধ্যে চারজন ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। কিন্তু পথ হারিয়ে ফেলা চারজনকে খোঁজে পায়নি তারা।

পরে ৯৯৯ এর সহযোগিতায় রাতে বিষয়টি আমাদের জানানো হয়। এরপর বিষয়টি আমরা স্থানীয়দের অবহিত করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, সীতাকুণ্ড থানার পন্থিছিলা এলাকায় ঝরঝরি ঝর্ণা দেখতে গিয়েছিলেন পর্যটকরা। পন্থিছিলা এলাকায় গাড়ি থেকে নেমে দুই ঘণ্টা পায়ে হেটে দুর্গম ঝরঝরি ঝর্ণা যেতে হয়। সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়।

 

এ জাতীয় আরও খবর