রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আশ্রয়কেন্দ্রে রাশিয়ার হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বেসামরিক লোকের আশ্রয়কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে সাংস্কৃতিককেন্দ্র, স্কুল ও বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। এ ছাড়া দক্ষিণাঞ্চলের অবরুদ্ধ শহর মরিপোলের নাট্যশালায় বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। এসব সাংস্কৃতিককেন্দ্রে বেসামরিক লোক আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। খবর বিবিসি।

ইউক্রেনের আইনপ্রণেতা দিমিত্রো গোরিন বিবিসকে জানান, মরিপোল নাট্যশালায় এক হাজারের বেশি লোক আশ্রয় নিয়েছিল। এমনকি রুশ বাহিনী সেখানকার বেসামরিক লোকের অবস্থান সম্পর্কে তথ্য জানত। এ ছাড়া সেখানে শিশু রয়েছে এমন বার্তাও তাদের দেওয়া হয়েছিল। অন্যদিকে খারকিভে সাংস্কৃতিককেন্দ্রে হামলা সম্পর্কে মেরেফা শহরের মেয়র ভ্যানিয়ামিন সিতোভ সংবাদমাধ্যমকে জানান, সাংস্কৃতিককেন্দ্র, স্কুল ও বেসরকারি স্থাপনায় বোমা হামলা করেছে রাশিয়া। সেখানে অনেক বেসামরিক লোক আশ্রয় নিয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে বেসামরিক লোক হতাহত হয়নি।

কতদূর অগ্রসর হলো রুশ বাহিনী

ইউক্রেনে রুশ বাহিনীর ‘বিশেষ অভিযান’-এর গতকাল ২২তম দিন অতিবাহিত হয়েছে। এ পর্যায়ে বিবিসির খবরে বলা হয়েছে, রুশ বাহিনী এখনো ইউক্রেনের বিভিন্ন শহর দখল করতে মরিয়া হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থা ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’ জানিয়েছে, রুশ বাহিনী বড় ধরনের বাধার মুখে রয়েছে। একই সঙ্গে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। ওই প্রতিবেদনের লেখক বলছেন, আর্মেনিয়া ও সাউথ ওসেটিয়ায় যেসব রুশ সেনা সংরক্ষিত ছিল, তাদেরও ইউক্রেন যুদ্ধে মোতায়েন করতে হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইউক্রেনে অবস্থানরত রুশ বাহিনী সমস্যার সম্মুখীন হয়েছে বলেই রাশিয়াকে সেনাশক্তি বৃদ্ধি করতে হচ্ছে। এদিকে গত বুধবার ইউক্রেনের সেনারা রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে রুশ আক্রমণের পাল্টা জবাব দিয়েছে। ওইদিন রাজধানীর দক্ষিণাঞ্চলে কোনো হামলা হয়নি। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বন্দরনগরীর মরিপোলে হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া রকেট হামলা চালিয়েছে। এই শহরটি চারদিক থেকে রুশ বাহিনী ঘিরে রেখেছে। রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনের ওদেসা এলাকাতেও রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

উল্লেখ্য, রাশিয়া ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা চালায়। চলমান যুদ্ধে এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে শরণার্থী জীবন বেছে নিতে বাধ্য হয়েছে।

 

এ জাতীয় আরও খবর