রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার মতো দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে : পরিকল্পনামন্ত্রী

news-image

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না; কোনো মানুষ অন্ধকারে থাকে না। নিত্যপণ্যের দামবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি যেমন নিয়ন্ত্রণে এসেছে, ঠিক তেমনই দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আসবে। সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।

আজ সোমবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদানবিষয়ক ছয়দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা পরিষদ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে এ কর্মশালার আয়োজন করছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ওসি মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।

 

এ জাতীয় আরও খবর