রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিত্যপণ্যের মজুদ ঠেকাতে টাস্কফোর্স গঠন

news-image

নিজস্ব প্রতিবেদক : নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে ও অসাধু মজুদদার ঠেকানোর জন্য সরকার টাস্কফোর্স গঠন করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানান তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী আরো জানান, ঢাকায় টিসিবির ট্রাকের সংখ্যা বাড়িয়ে দেড়শ করা হয়েছে। আগে ছিল ৫০টি ট্রাক ঢাকায়। আর সারাদেশে ট্রাকের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ করা হবে।

নিত্যপণ্যের দাম পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সভাপতিত্ব করেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রায় দুই ঘণ্টার ওই বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব বাংলাদেশের বাজারেও পড়েছে। তবে অনেক অসাধু ব্যবসায়ী এর সুযোগও নিচ্ছে। এটা যাতে না নিতে পারে সেটা মনিটরিংয়ের জন্য বৈঠকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পুলিশপ্রধান বেনজির আহমেদসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইস্যুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা প্রতিবাদী কর্মসূচি।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে।

 

এ জাতীয় আরও খবর