রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের সৃষ্টি’

news-image

ঢাবি প্রতিনিধি : আমাদের ইতিহাস ও ঐতিহ্যের পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও অ্যালামনাইদের রয়েছে অতুলনীয় অবদান। প্রত্যেকেই মেধা, শ্রম ও রক্ত দিয়ে এই অবদান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু উচ্চ শিক্ষায় অবদান রাখেনি। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, মাতৃভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলনসহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বে ছিল এই বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরেই বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের সৃষ্টি।’

শনিবার সকালে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘শতবর্ষের মিলনমেলা’র উদ্বোধনী পর্বের আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন সংগঠনের মহাসচিব রঞ্জন কর্মকার।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মাতৃসম একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে আমরা ভাগ্যবান। একটি মহামারি মোকাবেলা করে আজ আবার আমরা একত্রিত হয়ে শতবর্ষ উদযাপন করছি। এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আমরা শিখেছি কীভাবে দেশের জন্য জীবন দিতে হয়, কীভাবে দেশকে গড়ে তুলতে হয়, কীভাবে জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দিতে হয়। তাই শতবর্ষে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার করতে চাই একজন শিক্ষার্থীরও অর্থের অভাবে শিক্ষাজীবন ব্যাহত হতে দেব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল ও বিভাগীয় ‌অ্যালামনাই একটি পরিবার। আমরা সম্মিলিত প্রচেষ্টায় যে কোনো সমস্যা, সুযোগ ও নেতৃত্বের ক্ষেত্রে একসাথে কাজ করে যাব।’

সংগঠনের সভাপতি এ কে আজাদ বলেন, ‘শতবর্ষে বিশ্ববিদ্যালয় যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে আসতে পারেনি। আমরা দেখেছি বিশ্বের ১০০০ বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১০০ র‍্যাংকিংয়ের ভেতরে আনতে আমাদের সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করবে।’

এসময় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কর্মকান্ডে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রবীণতম শিক্ষার্থী মো. মতিউল ইসলাম তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্তি উপলক্ষ্যে স্বাধীনতার মাসে আয়োজিত এই অনুষ্ঠানের একটি তাৎপর্য আছে। এই তাৎপর্যের কথা চিন্তা করেই বলছি, দেশকে আমি যা দিয়েছি, দেশ আমাকে তার চেয়ে বেশি দিয়েছে। আমাকে প্রধান অতিথি করায় আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বিশেষ অতিথি, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের যে জায়গায় পৌঁছেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষক, শিক্ষার্থীদের কল্যাণেই পৌঁছেছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে এই বাংলাদেশ দিয়ে গেছেন। এটা আমাদের জন্য একটি বিশাল অর্জন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশকে এগিয়ে নিচ্ছেন। চতুর্থ শিল্পবিপ্লব হবে জ্ঞানের, টেকনোলজির এবং ইনোভেশনের। আমি বিশ্বাস করি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে সমস্ত শিক্ষার্থীরা বেরিয়ে আসবেন, তাদের হাত ধরেই এই বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন, মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সমন্বয়ক মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশননের সাবেক সভাপতি রাকিবউদ্দীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রসাশন) ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ কে এম মাকসুদ কামালসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এ জাতীয় আরও খবর