রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে অস্ত্র-মাদকসহ দম্পতি আটক

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে পিস্তল, দেশীয় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফরিদপুর শহরের মামুদপুরে নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ফরিদপুর শহরের মামুদপুর এলাকার গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানা। শনিবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ফরিদপুর ডিবি পুলিশের ওসি রাকিবুল ইসলাম প্রমুখ ।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদে জেলা ডিবি পুলিশের একটি দল ফরিদপুর শহরের মামুদপুরে গোলাম মোস্তফার বসতবাড়িতে অভিযান চালায়। এসময় একটি পিস্তল, লোহার তৈরি দেশীয় ওয়ান শুটার গান, দুইটি স্টিলের ছোরা, দুইটি তলোয়ার ও একটি রামদা উদ্ধার করা হয়।

এছাড়াও, অভিযানে ৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি রাকিবুল ইসলাম জানান, মোস্তফাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তার স্ত্রী ও একই এলাকার রিপন মিয়া মিলে মাদক কারবারি করে। পরে রিপন মিয়াকে আটক করতে গেলে তিনি পালিয়ে যায়। এসময় তার বাড়িতে থাকা মাদক বিক্রয়ের ৬০ হাজার টাকা পাওয়া যায়।

আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইন পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর