রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনে বিদেশি যোদ্ধারা এসেছে: জেলেনস্কি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থায় এবার বিদেশি সেনারা পৌঁছেছেন ইউক্রেনে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি প্রথম ধাপে বিদেশি সেনা আসার তথ্যটি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে সহায়তা করতে প্রথম ধাপে বিদেশি যোদ্ধারা পৌঁছেছেন।

এ সময় ভলোদিমির জেলেনস্কির বলেন, ইউক্রেন ইতোমধ্যে বিদেশি যোদ্ধাদের স্বাগত জানিয়েছে। ১৬ হাজার যোদ্ধা ইউক্রেনের স্বাধীনতা এবং নাগরিকদের জীবন রক্ষায় যুদ্ধের পথে আছে। তবে বিদেশি যোদ্ধারা কোন দেশ থেকে এসেছেন, এ বিষয়ে কিছু জানাননি জেলেনস্কি।

এর আগে ইউক্রেন সরকার বিশ্বের মানুষদের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর