রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে যাত্রা শুরু করছে গ্লোবাল ম্যানেজমেন্ট সফটওয়্যার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মত ‘অ্যাপোজি ম্যানেজমেন্ট গ্লোবাল সফটওয়্যার’নামে যাত্রা শুরু করতে যাচ্ছে ম্যানেজমেন্ট সফটওয়্যার। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দেশে ও বিদেশে সফটওয়্যারটি যাত্রা শুরু করবে।

এই সফটওয়্যারের মাধ্যমে ছোট-বড় কিংবা যেকোনো ধরনের ব্যবসার সব কিছু অনায়াসে হিসাব থেকে শুরু করে সমস্ত কর্মচারীসহ ব্যবসায় ইন্টিলিজেন্স প্রদান করবে শুধুমাত্র এক ক্লিকেই।

বিশ্বের উন্নত দেশসমূহ যেমন ইউএসএ, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়াসহ ইন্ডিয়ার মত দেশসমূহ এমন ধরণের সফটওয়্যার বিশ্বব্যাপী দিয়ে আসছে। কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো এই সফটওয়্যার ডেভেলপ করেছে। যা দিয়ে একটা ব্যবসার অ্যাকাউন্ট সিস্টেম, এইচআর সিস্টেম, ইনভেন্টরি সিস্টেম, পয়েন্ট অব সেল সিস্টেম ও সেলস সিস্টেমসহ সব কিছু এক সফটওয়্যারেই করা যাবে।

বিশ্বের সব রাষ্ট্রের জন্য ‘অ্যাপোজি ম্যানেজমেন্ট গ্লোবাল সফটওয়্যার’এক মাস, ছয় মাস এবং এক বছর এই তিন ধরনের সুবিধায় ভাগ করা হয়েছে। এক্ষেত্রে লাইফ টাইম ব্যবহারের সুযোগ থাকছে না। এই সফটওয়্যার ওয়েবসাইটের মাধ্যমে নিতে হবে।

 

এ জাতীয় আরও খবর