বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কামব্যাক শব্দ নিয়ে আপত্তি মাধুরী দীক্ষিতের

news-image

বিনোদন ডেস্ক : প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হচ্ছে মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। তবে ‘কামব্যাক’ শব্দটি নিয়ে তীব্র আপত্তি রয়েছে এই তারকা-অভিনেত্রীর। এতটুকুও রাখঢাক না করে সে ব্যাপারে মাধুরী বললেন, ‘কয়েক বছর অন্তর আমাকে এই প্রশ্ন শুনতে হয় ,আমি বুঝতে পারি না কেন এই প্রশ্ন করা হয় আমাকে। আমি তো কিছু না কিছু কাজ করেই চলেছি। বড়পর্দা হোক কিংবা ছোটপর্দায় রিয়েলিটি শো-তে। তাই কামব্যাক সম্পর্কিত কোনও প্রশ্ন শুনলে সেটি নিরেট বোকামি ছাড়া আর কিছুই মনে হয় না আমার।’

পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি। সুপারস্টার অনামিকা আনন্দেকে ঘিরেই আবর্তিত হবে ‘দ্য ফেম গেম’-এর কাহিনি। সিরিজে আচমকাই উধাও হয়ে যায় অনামিকা। এরপর তাকে খুঁজে বের করতে গিয়ে পুলিশ ও ঘনিষ্ঠদের হাতে আসে কিংবদন্তী অভিনেত্রীর জীবনের বহু অজানা কথা।
প্রায় অধিকাংশই মাধুরীর এই নতুন যাত্রাপথকে তার ‘ওটিটি ডেবিউ’ হিসেবে উল্লেখ করছেন। যদিও এই তকমা পেয়ে এতটুকুও বিচলিত নন ‘ধক ধক গার্ল’। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস-কে দেয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেন, ‘শুনতে অবাক লাগলেও কিন্তু একধারে এটা সত্যিই। কারণ বর্তমানে শিল্পী হিসেবে নিজেকে পেশ করার এত মাধ্যম রয়েছে যে প্রত্যেককে কখনও না কখনও সেখানে পা রাখতে হয় প্রথমবারের জন্য। আর তাছাড়া দীর্ঘ ৩৫ বছর কাজ করে যাওয়ার পরেও ফের নয়া কোনও প্ল্যাটফর্মে আমি পা রাখছি, এই ব্যাপারটিও কিন্তু মন্দ নয়। আমি নিজেকে এখনও একজন শিশুই ভাবি। সিনেমার ছাত্রী বলাটাই শ্রেয় হবে। নতুন কিছু শিখতে আজও ভালোবাসি। তাই আমার কাছে ওটিটি সিনেমা তৈরির অন্য একটি ভাষা।’

তা কী ভেবে ওটিটিতে কাজ করতে রাজি হলেন মাধুরী? তার জবাবে বলি-সুন্দরী বলছেন, ‘ প্রথমত চিত্রনাট্য। এবং এই ছবির গল্পে অনামিকার মতো একজন ব্যাপক জনপ্রিয় নায়িকা হঠাৎ করে উধাও হয়ে যান, সেই ব্যাপারটি খুব ইন্টারেস্টিং লেগেছিল। তাছাড়া পরিচালক জুটির উপরেও আস্থা রয়েছে আমার।

প্রসঙ্গত, এই ওয়েব শো-তে মাধুরী ছাড়াও থাকছেন সঞ্জয় কাপুর, মানব কল, লক্ষ্যবীর স্মরণ, সাহাসিনী মুলে, মুসকান জাফেরিরা। মাধুরী নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে জানান, ‘আমি এখানে একজন ফিল্মস্টারের চরিত্রেই রয়েছি, যে একজন সুপারস্টার। পাশাপাশি তার একটা পরিবার রয়েছে, সন্তান রয়েছে। তবে রিয়েল লাইফে আমার জীবনটা মোটেই অনামিকার মতো নয়। আমার পরিবারের সঙ্গে আমার বন্ধন অনেক মজবুত। পাশাপাশি আমি সৌভাগ্যবান যে আমি কিছু সেরা পরিচালক ও সহ-অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়েছি’। গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালের অন্ধকারময় জগত উঠে আসবে এই সিরিজে। আগামী ২৫শে ফেব্রুয়ারি থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য ফেম গেম’-এর। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের