সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দাগনভূঞার জাদুঘরে নেই ভাষাশহীদ সালামের স্মৃতিচিহ্ন

news-image

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগর গ্রামে (লক্ষনপুর) জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদ আবদুস সালাম। তার স্মৃতি রক্ষার্থে ২০০৮ সালে ওই গ্রামে ভাষাশহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ে তোলে ফেনী জেলা পরিষদ। তবে ওই গ্রন্থাগার ও জাদুঘরের ভেতরে আবদুস সালামের একটি ছবি ছাড়া আর কোনো স্মৃতিচিহ্ন নেই। এ ছাড়া সেখানে পর্যাপ্ত বই থাকলেও পাঠকের সংখ্যা খুবই কম।

এলাকাবাসীরা জানান, প্রতিবছর ফেব্রুয়ারি মাস এলে জাদুঘরটি ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। তবে সারা বছর কোনো কর্মকাণ্ড থাকে না। অনেক সময় দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ওই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর দেখতে আসেন। এ সময় তারা জাদুঘরে শহীদের কোনো স্মৃতিচিহ্ন না পেয়ে হতাশ হন। এ ছাড়া স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সমন্বয়হীনতার কারণেও এই গ্রন্থাগারে পাঠকের সংখ্যা খুবই কম।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগারের ভেতরে আলমারিতে ইতিহাস, বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, দর্শন, সাহিত্য, ধর্ম, কবিতা, উপন্যাস ও গল্পের বই ছাড়াও রয়েছে বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে অসংখ্য বই। বেশির ভাগ বই বাংলাদেশের প্রথিতযশা লেখকের লেখা। বেশির ভাগ বই দেখে মনে হয়, বইগুলো একবারও পড়া হয়নি। তবে গ্রন্থাগারের ভেতরে কোথাও ভাষাশহীদ আবদুস সালামের ওপর লেখা কোনো বই দেখা যায়নি।

দর্শনার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ নেওয়াজুল ইসলাম তায়েফ বলেন, ‘শহীদ সালামের ব্যবহৃত কোনো জিনিসপত্র এখানে নেই। ৪-৫ হাজার বই থাকলেও ভাষা শহীদ আব্দুস সালামের ওপর লেখা কোনো বই নেই। ভাষা শহীদ সালামের ওপর গবেষণা করা প্রয়োজন। তার নামে বই লিখলে তাহলে মনে হয় আমরা আরও গর্বিত হতাম।’

স্থানীয়দের অভিযোগ, গ্রন্থাগারটির উদ্যোগে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে প্রতি সপ্তাহে বা ন্যূনতম প্রতি মাসে একবার করে পাঠচক্র করা হলেও মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করা সম্ভব হতো। কিন্তু বছরের শুধু ২১ ফেব্রুয়ারি এলেই জাদুঘরে মানুষের আনোগোনা চোখে পড়ে। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান অনুষ্ঠানটি এই জাদুঘর প্রাঙ্গণে হয়। সেই উদ্দেশ্যেই ফেব্রুয়ারি মাসে চলে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ। সাধারণত শুক্র ও শনিবার বাইরে থেকে দর্শনার্থীরা এখানে আসেন। কিন্তু ওই দুই দিন বন্ধ থাকায় মানুষ হতাশা নিয়ে ফিরে যান।

স্থানীয় মোজাম্মেল হক হাছান বলেন, ‘জাদুঘর কেন্দ্রীক যদি বই পাঠ ও বিতর্ক প্রতিযোগিতা করা যায় তাহলে আমার মনে হয় জাদুঘরে পাঠক বৃদ্ধি পাবে।’

ভাষা শহীদ আবদুস সালামের ছোট ভাই আব্দুল করিম বলেন, ‘আমার দীর্ঘদিনের আবেদনের প্রেক্ষিতে লক্ষনপুর প্রাথমিক বিদ্যালয়টি ভাষা শহীদ সালামের নামে নামকরণ করা হয়। বিদ্যালয়টি যদি ৮ম শ্রেণি বা ১০ম শ্রেণি পর্যন্ত করা যায় তাহলে গ্রন্থাগারে পাঠক বৃদ্ধি পাবে।’

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া বলেন, ‘ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ওখানে হওয়ায় সেখানে ওই গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরটি করা হয়েছিল। ভাষা শহীদের কোনো স্মৃতিচিহ্ন না থাকায় জাদুঘরে সংরক্ষণ করা সম্ভব হয়নি। সেখানে মানুষকে বই পড়তে আসতে উদ্ধুদ্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান চালু হলে জাদুঘরে বই পড়ার প্রতিযোগিতার আয়োজন করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?