সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বেতন আনতে গিয়েছিলেন সুফিয়া, শ্রীপুরে মিলল লাশ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সুফিয়া খাতুন (১৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার পৌর এলাকার ছাপিলা পাড়া থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, সুফিয়াকে তার দ্বিতীয় স্বামী আশিক (১৮) পরিকল্পিতভাবে হত্যা করেছে।

নিহত সুফিয়া শ্রীপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। সে ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। অভিযুক্ত আশিক ছাপিয়া পাড়া এলাকায় ভাড়া থেকে একই কারখানায় চাকরি করেন।

নিহতের স্বজনরা জানায়, সুফিয়া শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের সফটেক্স নামক পোশাক কারখানায় চাকরি করত। চাকরির সুবাদে সহকর্মী আশিকের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। গত ১১ জানুয়ারি বিকেল তিনটার দিকে সুফিয়া কারখানা থেকে বেতন আনার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন সুফিয়ার প্রথম স্বামী মোকারম।

নিহতের স্বজনরা আরও জানান, নিখোঁজের কয়েকদিন পর সুফিয়া তাদেরকে ফোন করে প্রেমিক আশিকের সাথে বিয়ের কথা জানায়।

নিহতের বড় ভাই সোহেল জানান, গতকাল বুধবার রাত তিনটার দিকে পুলিশের ফোন পেয়ে হাসপাতালে আসেন তারা। হাসপাতালে এসে তারা সুফিয়ার মরদেহ দেখতে পান।

নিহতের মা অভিযোগ করে বলেন, আশিক আমার মেয়ের সংসার ভেঙেছে। তাকে নিয়ে গোপনে বিয়ে করেছে। এখন আমার মেয়েকে হত্যা করেছে, আমি এর বিচার চাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক ইমরান শেখ জানান, খবর পেয়ে রাতেই ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?