সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আফগান সিরিজে মুশফিক ফিরলেন, নেই সোহান

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ- চার সিনিয়র ক্রিকেটারই রয়েছেন ১৫ সদস্যের স্কোয়াডে।

টাইগাররা সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে হওয়া সিরিজটিতে মুশফিকুর রহিম ছিলেন না পারিবারিক কারণে। আফগান সিরিজ দিয়ে তিনি ফিরছেন ওয়ানডে দলে।

এদিকে মুশফিকের জন্য ওয়ানডে দলের জায়গা ছেড়ে দিতে হয়েছে নুরুল হাসান সোহানকে। সাম্প্রতিক সময়ে যিনি তিন ফরম্যাটেই নিয়মিত খেলছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ, পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ ও সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেছেন সোহান।

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ছিল ১৭ সদস্যের। সেই স্কোয়াড থেকে সোহান ছাড়াও বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও সাইফউদ্দিন। চোট রয়েছে সাইফউদ্দিনের।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয়। নাসুম আহমেদ ও ইয়াসির আলী চৌধুরীও ফিরেছেন। তবে আগে স্কোয়াডে থাকলেও এবাদত ও জয়ের মতো তারাও ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।

নাসুম এরই মধ্যে ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এবাদত ১২টি টেস্ট, ইয়াসির ৩টি টেস্ট ও জয় ২টি টেস্ট খেলেছেন।

আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।

২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে তিনটি। এরপর ঢাকায় দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

সুপার লিগে এই মুহূর্তে ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ।

আফগান সিরিজের জন্য বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?