সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খায়রুজ্জামানকে দ্রুত দেশে ফেরত আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামান মালয়েশিয়ায় শরণার্থী মর্যাদা পাওয়ার যোগ্য নন উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছন, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। আজ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ান সরকার এম খায়রুজ্জামানকে ফেরত দিতে চায়। মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেটির ওপরে ভিত্তি করে আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, দ্রুততম সময়ের মধ্যে আমরা তাকে ফেরত পাবো।’

খায়রুজ্জামানকে ফেরত আনতে বাংলাদেশ কোনও আইনজীবী নিয়োগ দেবে কিনা, জানতে চাইলে শাহরিয়ার আলম বলেন, ‘এখানে আইনজীবী নিয়োগের দরকার নেই। এটি দুটি রাষ্ট্রের বিষয়।’

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে দেশে ডেকে পাঠানো হয়। কিন্তু তিনি বিপদ আঁচ করতে পেরে কুয়ালালামপুরে জাতিসংঘ উদ্বাস্তু কার্ড সংগ্রহ করেন এবং তখন থেকে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তিনি কী আবেদন বা কিসের ভিত্তিতে প্রথম পর্যায়ে সেদেশে থেকে গিয়েছিলেন, সেখানে অবশ্যই অনেক ভুল তথ্য বা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব শেষ হলে, চিঠি দিয়ে তাকে ফেরত আসার জন্য বলা হয়। সেটাও তিনি আসেননি। পরে অনেক অডিট আপত্তিও তিনি নিষ্পত্তি করেননি।’

খায়রুজ্জামানের উদ্বাস্তু কার্ডের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘একজন সাধারণ মানুষ, একজন সবল মানুষ এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল মানুষ কখনই উদ্বাস্তু হতে পারে না। যদি সেটাই হতো তবে সব অপরাধীই কোনও না কোনও দেশে গিয়ে উদ্বাস্তু হিসেবে থাকতে চাইতো। এটি যুক্তিসঙ্গত নয়। আমরা প্রয়োজন হলে জাতিসংঘকে এটি ব্যাখ্যা করবো।’

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?