রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সময় বাড়ল বইমেলার

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের বইমেলায় এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ বুধবার সকালে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বইমেলা পরিচালনা কমিটির তৃতীয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বইমেলা শুরু হতো বেলা তিনটায়। তবে এবার বইমেলা এক ঘণ্টা আগে দুপুর দুইটা থেকে শুরু হবে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার বইমেলা শুরু হবে বেলা ১১টা থেকে।’

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। ওই দিন বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, প্রত্যেক বছর ১ ফ্রেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়। এবার করোনা ভাইরাসজনিত কারণে মেলার সময় পেছানো হয়েছে। মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার কথা।

 

এ জাতীয় আরও খবর