শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাড়া নিয়ে কলেজ শিক্ষার্থীকে মারধর, চালক-হেলপার কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে শিমুল শিকারী নামে ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের মামলায় মৌমিতা পরিবহনের চালক ইয়াসিন ও হেলপার ফারুককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই (নিরস্ত্র) আরিফুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলা থেকে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিমুল শিকারী ঢাকা কলেজের সামনে থেকে মৌমিতা পরিবহনের একটি বাসে মোহাম্মদপুর কলেজ গেইটের উদ্দেশে রওনা হন। সকাল সোয়া ১০টার দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের গেইটের সামনে পৌঁছালে বাসের কন্ট্রাক্টরের সঙ্গে হাফ ভাড়া দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে বাসের কন্ট্রাক্টর, হেলপার ও অজ্ঞাতনামা কয়েকজন তাকে এলাপাতাড়ি মারধর করে বাস থেকে ফেলে দেয়। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন শিমুল শিকারী।

 

এ জাতীয় আরও খবর