রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় ১৪ ইউপিতে যারা হয়েছেন বিজয়ী 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নে মো. আক্তারুজ্জামান (মোটরসাইকেল), শিবপুর ইউনিয়নে এম আর মজিব (আনারস), বিটঘর ইউনিয়নে মেহেদী জাফর (নৌকা), কাইতলা দক্ষিণ ইউনিয়নে মো. শওকত আলী (নৌকা), বড়াইল ইউনিয়নে জাকির হোসেন (নৌকা), কৃষ্ণনগর ইউনিয়নে আমজাদ হোসেন (চশমা), বিদ্যাকূট ইউনিয়নে জাকারুল হক (নৌকা) প্রতীকে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নে মোশাররফ হোসেন, বাদৈর ইউনিয়নে শিপন আহমেদ ভূঁইয়া, গোপীনাথপুর ইউনিয়নে মিজানুর রহমান, বানাউটি ইউনিয়নে বেদন খান, কায়েমপুর ইউনিয়নে ইকতিয়ার আলম রনি, বায়েক ইউনিয়নে বিল্লাল হোসেন ও কসবা পশ্চিম ইউনিয়নে মো. মানিক মিয়া নির্বাচিত হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।