রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসি নিয়োগ বিলের গেজেট প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

রবিবার এই গেজেট প্রকাশ করা হয়েছে। এখন আইন অনুযায়ী সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি।

এর আগে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২-এ সদয় সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়।

আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ হওয়ায় এখন আসবে সার্চ কমিটির ঘোষণা। সেটাও গেজেট আকার প্রকাশ করা হবে।

গত বৃহস্পতিবার বহুল আলোচিত এ বিল জাতীয় সংসদে পাস হয়।

সংসদের ভেতরে ও বাইরে আইনটি নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা।

বিএনপি ছাড়াও সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ অধিকাংশ দল বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য ছাড়া এই আইন পাসের বিরোধিতা করে আসছে।

এ জাতীয় আরও খবর